• Call Us01965333111
  • Login

Firefly Scholarship Programme 2025


আবেদন শুরুঃ ১৫ জুলাই ২০২৫
ফরম জমার শেষ তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি. (সোমবার) বিকাল ৫টা
আসন বিন্যাস প্রকাশঃ ১২ নভেম্বর, ২০২৫ খ্রি. (বুধবার) সন্ধ্যা ৭টা
পরীক্ষার তারিখ ও সময়ঃ ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি. (শুক্রবার) সকাল ১০টা
ফলাফল প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি. (রবিবার) বিকাল ৫টা
পুরস্কার প্রদানঃ ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি. (শুক্রবার) সকাল ৯ টা
পুরস্কার বিতরণী অনুষ্ঠান: ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস।


পরীক্ষার কেন্দ্র
কেন্দ্র-১ঃ লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়
কেন্দ্র-২ঃ মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়



নমুনা প্রশ্ন



 

সিলেবাস

বৃত্তি পরীক্ষার সিলেবাস (২য় থেকে ৫ম শ্রেণী)
 

বাংলা (২৫)
 পাঠ্য বই (সকল পাঠ)
 এক কথায় উত্তর, শব্দার্থ, যুক্তবর্ণ, বিপরীত শব্দ , সমার্থক শব্দ, শূন্যস্থান পূরণ, বচন

Subject: English
1. Translation (English to Bengali) 2. Translation (Bengali to English) 3. Word meaning (Based on textbook) 4. Rearrange 5. Choose the correct sentence. 6.Question based on textbook. 7. Fill in the blanks. 8. Grammar - Letter, Alphabet, parts of speech (noun, pronoun, adjective, verb).

প্রাথমিক গণিত
অধ্যায়: ১ (সংখ্যা ও স্থানীয়মান)
সংখ্যা পড়ি ও কথায় লিখি, জোড়-বিজোড়, স্থানীয় মান, ক্রমবাচক সংখ্যা
উদাহরণঃ ক) ৩৪২ সংখ্যাটির মধ্যে ৪ এর স্থানীয় মান কত?
ক) একক       (খ) দশক       (গ) শতক       (ঘ) কোনটি নয়
 
অধ্যায়ঃ ২ (যোগ ও বিয়োগ, যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা)
১। ৩৮৪+৪২০ = ?
২। ২৮২-৭৮ = ?
৩। উদাহরণঃ ঝুমার ২৫০ টাকা আছে এবং বাবা তাকে আরও ১৫০ টাকা দিলেন। ঝুমা ২৩০ টাকা দিয়ে একটি বই কিনল। তার কাছে আর কত টাকা রইল?
ক)১৭০         খ) ১৫০         গ) ২০০         ঘ)২৭০
 
অধ্যায়ঃ ৩ গুণের ধারণা
ক) ১২×২৮ = ?
খ) ৩১০×১০ =  ক)৩১০ খ) ৩১০০ গ) ৩২০ ঘ) ৩০০০
 
অধ্যায়ঃ ৪ (জ্যামিতিক আকৃতি)
বিন্দু রেখা, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ (চিত্রসহ সংজ্ঞা)
 
অধ্যায়ঃ ৫ (পরিমাপ)
দৈর্ঘ্য পরিমাপ, ওজন পরিমাপ, তরলের আয়তন পরিমাপ, সময় পরিমাপ।
 
অধ্যায়ঃ ৬ (মুদ্রা)
বাংলাদেশি মুদ্রা

সাধারণ জ্ঞান
বিষয়ঃ লক্ষ্মীপুর বিষয়ক।

নমুনা প্রশ্ন
১। লক্ষ্মীপুর কোন নদীর তীরে অবস্থিত
ক) পদ্মা         খ) মেঘনা        গ) যমুনা            ঘ)সুরমা

বিষয়ঃ বাংলা (২৫)
পাঠ্য বই (সকল পাঠ)
এক কথায় উত্তর, শব্দার্থ, যুক্তবর্ণ, বানান শুদ্ধিকরন, বিপরীত শব্দ , সমার্থক শব্দ, শূন্যস্থান পূরণ, বিরাম চিহ্ন, কবি পরিচিতি, পদ নির্ণয়,  বচন পরিবর্তন

Subject: English
1. Translation (English to Bengali) 2. Translation (Bengali to English). 3. Word meaning based on textbook. 4. Question 5. Choose the correct sentence 6. Rearrange 7. Grammar - syllable, parts of speech, opposite word, punctuation, capital letter)

বিষয়ঃ গণিত
অধ্যায়- ২: যোগ, অধ্যায়- ৩: বিয়োগ, অধ্যায়- ৫: গুন, অধ্যায়- ৬: ভাগ, অধ্যায়- ৭: গুণ ও ভাগের সম্পর্ক, অধ্যায়- ৮: যোগ; বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা (চার প্রক্রিয়া), অধ্যায়- ৯: ভগ্নাংশ (যোগ বিয়োগ), অধ্যায়- ১১: পরিমাপ, অধ্যায়- ১২: জ্যামিতি কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ
 
নমুনা প্রশ্নঃ
1. ৩৮২৯১+১৬২৭০ = ৫৪৫____ ১ খালিঘরে কত বসবে?
ক) ৯             ঘ) ৮              গ) ৭              ঘ) ৬
2. সুমির কাছে ৬৬৮ টাকা আছে, তার বাবা তাকে আরও ৭১৫ টাকা দিলে তার মোট কত টাকা
হবে?
ক) ১৩৭৩ টাকা          খ) ১৩৮৩ টাকা
গ) ৩৮১৩ টাক           ঘ) ১৩৭১ টাকা
3. নিচের কোন ভগ্নাংশটি ১ এর সমান?
ক) ৪/৬                    খ) ৩/৫
গ) ৩/৪                     ঘ)৩/৩
 

বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব-পরিচয়
প্রশ্নের ধরনঃ নৈর্ব্যাক্তিক প্রশ্ন
অধ্যায় –
৩. আমাদের চার নেতা, ৪. আমাদের ইতিহাস ৫. আমাদের সংস্কৃতি ৬. মহাদেশ ও মহাসাগর ৮. শিশু অধিকার ও নিরাপত্তা ১০. আমাদের দেশ ১৩. জরুরি পরিস্থিতি মোকাবিলা

বিষয়ঃ বিজ্ঞান
অধ্যায় ৩- সুস্বাস্থ্যের জন্য খাদ্য। অধ্যায় ৪- পদার্থ। অধ্যায় ৫- শক্তি। অধ্যায় ৭- পানি। অধ্যায় ৮- মাটি। অধ্যায় ৯- জীবনের জন্য সূর্য।
নোটঃ উপরোল্লিখিত অধ্যায় সমূহ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান সহ সব আইটেম থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে।

সাধারণ জ্ঞান
বিষয়ঃ ভাষা আন্দোলন

নমুনা প্রশ্ন
১। কত সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়
ক) ১৯৪৭         খ) ১৯৫২        গ) ১৯৭১           ঘ) ২০২৪
বিষয়ঃ বাংলা (২৫)
পাঠ্য বই (সকল পাঠ)
এক কথায় উত্তর, শব্দার্থ, যুক্তবর্ণ, বানান শুদ্ধিকরন, বিপরীত শব্দ , সমার্থক শব্দ, শূন্যস্থান পূরণ, বিরাম চিহ্ন, কবি পরিচিতি, পদ নির্ণয়, লিঙ্গান্তর, বচন

Subject: English
1. Translation (English to Bengali) 2. Translation (Bengali to English). 3. Word meaning based on textbook. 4. Question 5. Rearrange 6. WH question. 7. Synonym, Antonym. 8. Punctuation 9. Conjugation of verb. 10. Parts of speech.

বিষয়ঃ গণিত 
অধ্যায়- ২: যোগ ও বিয়োগ, অধ্যায়- ৫: যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, অধ্যায়- ৬: গানিতিক প্রতীক, অধ্যায়- ৭: গুণিতক ও গুননীয়ক, অধ্যায়- ৮: সাধারণ ভগ্নাংশ, অধ্যায়- ৯: দশমিক ভগ্নাংশ, অধ্যায়- ১০: পরিমাপ অধ্যায়- ১১: সময়, অধ্যায়- ১৪: জ্যামিতি (কোণ, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র)
নমুনা প্রশ্নঃ
১) ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিলো ১০ বছর। ১০ বছর পর
বয়স কত হবে?
ক) ৬০ বছর             খ) ৫০ বছর
গ) ৪০ বছর              ঘ) ৩০ বছঃ
২) ৩৬ এর গুণনীয়ক কয়টি?
ক) ৯টি                    খ) ৮টি
গ) ৬টি                    ঘ) ৭টি

বিষয়ঃ বিজ্ঞান
নোটঃ বোর্ড বইয়ের অধ্যায় সমূহ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান সহ সব আইটেম থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে।

বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব-পরিচয়
প্রশ্নের ধরনঃ নৈর্ব্যাক্তিক প্রশ্ন
অধ্যায় –
৩. বাংলাদেশের বিভিন্ন নৃ-গোষ্ঠী    ৪. নাগরিক অধিকার    ৭. কাজের মর্যাদা    ৮. সামাজিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদ   ১০. এশিয়া মহাদেশ    ১১. বাংলাদেশের ভূপ্রকৃতি    ১৩. বাংলাদেশের জনসংখ্যা    ১৪. আমাদের ইতিহাস    ১৫. আমাদের মুক্তিযুদ্ধ     ১৬. আমাদের সংস্কৃতি

সাধারণ জ্ঞান
বিষয়ঃ মুক্তিযুদ্ধ

নমুনা প্রশ্ন
১। কত সালে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়
ক) ১৯৪৭         খ) ১৯৫২        গ) ১৯৭১           ঘ) ২০২৪
বিষয়ঃ বাংলা (২৫)
পাঠ্য বই (সকল পাঠ)
এক কথায় উত্তর, শব্দার্থ, যুক্তবর্ণ, বানান শুদ্ধিকরন, বিপরীত শব্দ , সমার্থক শব্দ, শূন্যস্থান পূরণ, বিরাম চিহ্ন, কবি পরিচিতি, পদ নির্ণয়, লিঙ্গান্তর, বচন
 
Subject: English
1. Translation (English to Bengali) 2. Translation (Bengali to English). 3. Word meaning based on textbook. 4. Question 5. Rearrange 6. WH question. 7. Synonym, Antonym. 8. Punctuation 9. Conjugation of verb. 10. Parts of speech. 11. Tense


বিষয়ঃ গণিত
অধ্যায় ১ঃ গুন, অধ্যায় ২ঃ ভাগ, অধ্যায় ৩ঃ চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলী, অধ্যায় ৪ঃ গাণিতিক প্রতীক, অধ্যায় ৫ঃ গুণিতক এবং গুননীয়ক, অধ্যায় ৬ঃ ভগ্নাংশ, অধ্যায় ৭ঃ দশমিক ভগ্নাংশ, অধ্যায় ৮ঃ গড়, অধ্যায় ৯ঃ শতকরা, অধ্যায় ১০ঃ জ্যামিতি কোণ, ত্রিভুজ, সামান্তরিক, আয়তশোত্র, রম্বস অধ্যায় ১১ঃ পরিমাপ।

নমুনাপ্রশ্নঃ
গুণনীয়কের অপর নাম কি?
ক) গুণক                খ) ভগ্নাংশ
গ) উৎপাদক           ঘ) ভাগশেষ


বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব-পরিচয়
প্রশ্নের ধরনঃ নৈর্ব্যাক্তিক প্রশ্ন
অধ্যায় –
১. বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন, ২. ব্রিটিশ শাসন, ৩. আমাদের মুক্তিযুদ্ধ, ৪. আমাদের অর্থনীতিঃ কৃষি ও শিল্প, ৫. জনসংখ্যা, ৬. জলবায়ু ও দুর্যোগ, ৮. নারী-পুরুষ সমতা, ১১. বাংলাদেশের বিভিন্ন নৃ-গোষ্ঠী, ১২. বাংলাদেশ ও বিশ্ব

বিষয়ঃ বিজ্ঞান
নোটঃ বোর্ড বইয়ের অধ্যায় সমূহ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান সহ সব আইটেম থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে।

সাধারণ জ্ঞান
বিষয়ঃ ক্যাডেট কলেজ

নমুনা প্রশ্ন
১। বাংলাদেশে মোট কতটি ক্যাডেট কলেজ আছে?
ক) ৯         খ) ১২        গ) ৩           ঘ) ৬৪
 

বৃত্তির পরিমাণ: ২য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি (প্রতি শ্রেণিতে)
ট্যালেন্টপুলঃ      (৯০-১০০ নম্বর) ১০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট
১ম গ্রেডঃ           (৮০-৮৯ নম্বর) মগ, ক্রেস্ট এবং সার্টিফিকেট
সাধারণ গ্রেডঃ    (৭০-৭৯ নম্বর) ক্রেস্ট এবং সার্টিফিকেট
 
এছাড়াও রয়েছে......
ট্যালেন্টপুলঃ  অগ্রণী ক্যাডেট কোচিং এ ভর্তিতে ৭৫% ছাড় 
১ম গ্রেডঃ   অগ্রণী ক্যাডেট কোচিং এ ভর্তিতে ৫০% ছাড়
সাধারণ গ্রেডঃ  অগ্রণী ক্যাডেট কোচিং এ ভর্তিতে ২৫% ছাড়


পরীক্ষার্থীর অবশ্য পালনীয় নিয়মাবলি
  1. পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে নিজ আসন গ্রহণ করতে হবে।
  2. প্রবেশপত্র, কলম, ক্লিপবোর্ড ও হাতঘড়ি ব্যতীত অন্য কোন কাগজ, ক্যালকুলেটর ও অন্য কোনো জিনিস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।
  3. প্রতিটি প্রশ্নের ৪টি বিকল্প উত্তর থাকবে। সঠিক উত্তরের বৃত্তটি কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করতে হবে।
  4. প্রশ্নের মধ্যেই বৃত্ত ভরাট করতে হবে। আলাদা কোনো উত্তরপত্র থাকবে না।
  5. বৃত্ত সম্পূর্ণরূপে ভরাট না করলে, টিক বা ক্রস চিহ্ন দিলে কিংবা একই প্রশ্নের উত্তরে একাধিক বৃত্ত ভরাট করলে তা বাতিল বলে গণ্য হবে।
  6. প্রশ্নের কভার পৃষ্ঠায় নাম ও রোল নম্বর সঠিকভাবে লিখতে হবে। এছাড়া উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া, লেখালেখি করা বা রাফ করা যাবে না।
  7. কক্ষ পরিদর্শক কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোনো পরীক্ষার্থী তার আসন ছাড়তে পারবে না।
  8. কোনো পরীক্ষার্থী কর্তৃক উত্তরপত্রে আপত্তিকর কিছু লেখা, উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, কক্ষ পরিদর্শক বা অন্য কারো সাথে
  9. অসৌজন্যমূলক আচরণ করা, পরীক্ষায় অসুদপায় অবলম্বন করা কিংবা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করলে, উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।

বৃত্তির উদ্দেশ্য
প্রতিযোগিতা মূলক এই পৃথিবীতে টিকে থাকার জন্য মেধার চর্চা, উন্নয়ন এবং মূল্যায়ন অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি আপনার শিশুর মেধার সঠিক পরিচর্যার মাধ্যমে তাকে সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করানো সম্ভব। মেধার সঠিক পরিচর্যার জন্য প্রয়োজন একটি সুন্দর পরিবেশ এবং একটি আদর্শ প্রতিষ্ঠান। বাংলাদেশে স্বাধীনতার পূর্ব থেকেই শিক্ষার উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দেশের ক্যাডেট কলেজগুলো তাদের সুনাম ধরে রেখেছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, সঠিক প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরিবেশের অভাবে আমাদের জেলার শিক্ষার্থীরা খুব কমই ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়ে থাকে। একটি সঠিক দিক নির্দেশনা ও প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অগ্রণী ক্যাডেট কোচিং ২০২০ সাল থেকে অদ্যবধি কাজ করে চলেছে। তারই আলোকে, শিক্ষার মানকে আরও উন্নত করতে এবং প্রতিযোগিতার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে অগ্রণী ক্যাডেট কোচিং ২০২৪ সাল থেকে ঢাকার স্বনামধন্য ক্যাডেট কোচিং “আইডিয়াল ক্যাডেট একাডেমী” এর তত্ত্বাবধায়নে পরিচালিত হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই বৃত্তি আমাদের জেলার শিক্ষার্থীরা তাদের আগামী দিনের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং ক্যাডেট কলেজের মত শিক্ষাঙ্গনে পৌঁছাবার মত মানুষিক শক্তি অর্জনে অগ্রণী ভুমিকা পালন করবে।